১৫ই জুন, ২০২৫ 🔻 ১লা আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই জিলহজ, ১৪৪৬

সাঁথিয়ায় স্বতন্ত্র প্রার্থীর উপর হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

শেয়ার করুন:

সাঁথিয়া প্রতিনিধিঃ সাঁথিয়া উপজেলার ৩ নং ভুলবাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর উপর হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগী প্রার্থী ইনামূল কবির মাসুদ। শনিবার সন্ধ্যায় নিজ গ্রাম হরিপুরে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সাংবাদিক সম্মেলনে ইনামূল কবির মাসুদ লিখিত বক্তব্যে বলেন, তিনি ভুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৈধস্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতিক পেয়ে এলাকায় নির্বাচনী প্রচারনা শুরু করেছেন। নির্বাচনী পতিপক্ষ নৌকা প্রকিতের চেয়ারম্যান প্রার্থীসহ তার লোকজন নির্বাচনে অংশ গ্রহণ না করতে চাপ প্রয়োগসহ  বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে। গত ১২ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে কর্মী সমর্থকদের নিয়ে তিনি ইউনিয়নের ভবানীপুর গ্রামের তোফাজ্জল খন্দকারের বাড়ীতে গেলে নৌকা প্রার্থীল লোকজন বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা  চালায়। এসময় তার কর্মীদের ৬টি হোন্ডা ভাংচুর করে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি সাধন করে। আতাইকুলা থানা পুলিশকে সংবাদ দিলে তাদের নিরাপদে নিয়ে আসে। ঘটনায় ইনামূল কবির মাসুদ বাদী হয়ে ইমরান হাসান, রুমি, মেরিল, নোমান, শহিদুল, হাফিজুল সাব্বির, মজিদ, সিরাজুল, মুকুল, মালেক, সুমনসহ ১৩ জনের নাম উল্লেখসহ ১০/১৫ জন অজ্ঞাতদের নামে আতাবইকুলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সাংবাদিক সম্মেলনে মাসুদ আলো বলেন তিনি ও তার কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার ও কর্মীদের জানমালের নিরাপত্তার দাবী করেন। সেই সাথে প্রশাসনের নিকট নিরপেক্ষ, সুষ্ঠ ও শান্তপূর্ণ নির্বাচনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।