সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের হাটবাড়িয়া-বোয়াইলমারী গ্রামের নবীন সরদারের বাড়ি থেকে পূর্বপাড়া ইউনুসের বাড়ি পর্যন্ত সড়কটি বৃষ্টির পানি ও কাদায় নন্দামায় পরিণত হয়েছে। চলতি বর্ষা মৌসুমে বৃষ্টিতে রাস্তায় কাদা পানিতে একাকার হয়ে চলাচলের অনুপোযোগি হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে গ্রামের প্রায় ৫ শতাধিক মানুষ। দ্রæত মেরামতের দাবীতে রাস্তায় উপর ধানের চারা লাগিয়ে নিরব প্রতিবাদ করেন গ্রামবাসি।
সড়ক ব্যবহারকারী এলাকাবাসি জানান, কয়েক বছর যাবৎ গ্রামবাসির উদ্যোগে মাটি ভরাট করে রাস্তাটি মেরামত করা হয়। এ বছর মাটি ভরাট না করায় চলা চলের যেন উপায় নেই। গ্রামের মানুষের চলাচলের একমাত্র মাধ্যম এ রাস্তাটি। কৃষককের উৎপাদিত ফসল মাঠ থেকে বাড়ি আনা ও ফসল বিক্রির জন্য হাটে বাজারে নিয়ে যাওয়ার প্রধান ভরসা এ রাস্তাটি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সাঁথিয়া সদর থেকে প্রায় ১০ কিলোমিটার পশ্চিমে বোয়াইলমারী গ্রামটি অবস্থিত। বোয়াইলমারীে মাহমুদপুর সড়কের শাখা সড়ক এটি। গ্রামটির স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর, আবু তালেব, আজিত, হাকিম, রবিউলসহ অনেকে বলেন, রাস্তায় বৃষ্টির পানিতে কাদা হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অধিকাংশ জায়গায় বড় বড় গর্ত। বর্তমান রাস্তাটির যে হাল হয়েছে তাতে রিক্সা- ভ্যান দুরের কথা পায়ে হেটে যাওয়াও কঠিন। এ বিষয়ে গ্রামের পল্লী চিকিৎসক আবু ইসহাক ও ইউনিয়ন ছাত্রলীগ নেতা সরোয়ার হোসেন বলেন, গত সংসদ নির্বাচনে উপজেলা আ”লীগ সভাপতি বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাাহ আল মামুন দেলোয়ার ওই সময় নৌকার নির্বাচনী সভা করতে গ্রামে আসলে তাকে এ রাস্তার বেহাল দশ সম্পর্কে জানালে তিনি রাস্তাটি পাকা করবেন বলেছিলেন। নৌকা বিজয়ী এবং তিনি নিজেও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে বার বার লিখিত আবেদন দিলেও বাজেট নাই বলে জানান। উন্নয়নশীল আওয়ামীলীগ সরকারের সময়ে অবহেলিত এলাকাবাসীর এ দুঃখটি দেখবে কে?