১৫ই জুন, ২০২৫ 🔻 ১লা আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই জিলহজ, ১৪৪৬

সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

শেয়ার করুন:

সাঁথিয়া ( পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নলকূপ স্থাপন শ্রমিক সাগর(২০) এর করূণ মৃত্যু হয়েছে। সে উপজেলার মাহমুদপুর গ্রামের আ: গনির ছেলে। এছাড়াও আরও ৩ জন গুরুত্বও আহত হয়েছে। আহতদের পাবনা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানাযায়, শুক্রবার ভোর ৬টার দিকে ব্যান যোগে শ্রমিকরা নলক’প স্থাপনের জন্য পাবনা-কাশিনাথপুর মহাসড়কের গাঙ্গুহাটি বাজার এলাকায় পৌঁছে। এসময় তাদের পিছন থেকে মাটির ট্রাক ধাক্কা দিলে ভ্যানটি উল্টে যায়। ভ্যানের যাত্রী সাগর ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এঘটনায় আর ৩জন আহত হয়। আহতরা হলো মাহমুদপুর গ্রামের রায়খান (২৩) সাগর(২১) ও সালাম (১৫)। আহতদেরকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে মাধপুর পুলিশ ফাঁড়ী ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও ঘাতক ট্রাকটি আটক করে। মাধপুর পুলিশ ফাঁড়ীর এস আই আবু ইসহাক জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকের চালক পলাতক রয়েছে। এব্যাপারে মামলা হয়েছে।