সাঁথিয়া (পাবনা) সংবাদদাতাঃ পাবনার সাঁথিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে অর্ধ ডজন মামলার পলাতক আসামী ইসরাফিল হোসেন (৩৮) কে আটক করেছে। সে উপজেলার ধোপাদহ ইউনিয়নের তেতুলিয়া গ্রামের আঃ মুন্নাফ মেম্বরের ছেলে। পুলিশ তাকে মঙ্গলবার আদালতে প্রেরন করেছে।
জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে তেতুলিয়া থেকে আটক করে। এলাকায় তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তার নেতৃত্বে একটি চক্র এলাকায় মাদক ব্যবসা, অস্ত্রবাজি ও চাঁদা বাজি করে থাকে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে এলাকা হতে ইসরাফিলকে আটক করা হয়েছে। তার নামে হত্যা, ডাকাতি চেষ্টা, মারামারিসহ অর্ধ ডজন মামলা রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরন করা হয়েছে।
Post Views: 47