সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে থানার ক্ষেতুপাড়া থেকে মাদক ব্যবসায়ী বিলকিস ও লালনকে আটক করেছে। আটককৃতদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তি থানা পুলিশ মঙ্গলবার দিনগত রাতে উপজেলার ক্ষেতুপাড়ার বিলকিস (৪৫) এর বাড়িতে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী বিলকিসের ঘর তল্লাসী করে ৩ গ্রাম হেরোইন উদ্ধার ও অপর মাদক ব্যবসায়ী লালনকে আটক করে পুলিশ। বুধবার সকালে দুই মাদক ব্যবসায়ী বিলকিস ও লালনকে মাদক মামলায় পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়।
এলাকাবাসী সূত্রে জানাযায়, বিলকিস ও লালন এলাকায় মাদক ব্যবসার সাথে বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত ছিল। তাদের আটকের খবরে অনেকেই স্বস্তির নিঃ
শ্বাস ফেলছে।
সাঁথিয়া থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। তাদের নিকট থেকে হেরোইন পাওয়া যায়। বুধবার আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Post Views: 56








