সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আমিরুল ইসলাম(২৭)কে আটক করেছে থানা পুলিশ।
থানাসূত্রে জানাযায়, গতকাল সোমবার (২১ ডিসেম্বর) বেলা সোয়া ১টার দিকে কাশিনাথপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোসসহ গোপন সংবাদের ভিত্তিতে কাশিনাথপুর শিশু বাগান এলাকা থেকে ১কেজি গাঁজাসহ হাতে-নাতে মাদক ব্যবসায়ী আমিরুল ইসলাম(২৭)কে আটক করেছে। আমিরুল আমিনপুর থানার টাংবাড়ি গ্রামের মৃত কামাল শেখের ছেলে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, আমিনপুর থানাধীণ টাংবাড়ী গ্রামের আমিরুল ইসলাম পেশাদার মাদক ব্যবসায়ী। সে সাঁথিয়া থানাধীন কাশিনাথপুর বাজারের শিশু বাগানে গাঁজা বিক্রি করার সময় হাতে-নাতে আটক করা হয়। আমিরুল ইসলামের বিরুদ্ধে আমিনপুর ও সাঁথিয়া থানার একাধিক মামলা রয়েছে।##
Post Views: 49