সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া থানা পুলিশ চোরাই ১১টি মোবাইলসহ খোকন মন্ডল(২৮) নামের এক চোরকে গ্রেপ্তার করেছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল দিনগত রাতে উপজেলার গৌরীগ্রাম বাজারের মোবাইলের দোকানের ওপরের টিন কেটে দুর্ধষ চুরি হয়। এ ব্যাপারে সাঁথিয়া থানায় মামলা হয়। মামলা নং ২৪, তারিখ ১৬/০৪/২২ইং।
গত ২৭ এপ্রিল চুরি যাওয়া মোবাইল ট্যাগের মাধ্যমে পাবনার ফরিদপুর উপজেলার চকচকিয়া গ্রামের আজিজল হককে আটক করা হয়। তার দেওয়া তথ্যাদির ভিত্তিতে উপজেলার ক্ষিদির গ্রামের জয়নাল মন্ডলের ছেলে খোকনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে ১১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্মতা(ওসি) আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, ফরিদপুরথানাধীন চকচকিয়া গ্রামের আজিজল হক ৯০০০ টাকা দিয়ে চোরাই রেডমি নোট-১০ মোবাইল কিনে ব্যবহার করতে থাকে। এসময় ট্যাগের মাধ্যমে তাকে আমরা আটক করি। তার দেওয়া তথ্যাদির ভিত্তিতে চোর খোকনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজতে থাকা ১১টি মোবাইল সেট উদ্ধার করা হয়। খোকনের দেওয়া তথ্যের ভিত্তিতে এছাড়াও তার দেওয়ার তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন বহল বাড়িয়া গ্রামের এরশাদ(৩৩), চরাচিতলিয়া গ্রামের আজম(২১).একই জেলার উল্লাপাড়ার আলমগীর হোসেন(৪০), সাঁথিয়া উপজেলার সিলন্দা গ্রামের কালূ(৩৬) এর নিটক থেকে বিক্রি করা মোবাই সেট উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।