১৫ই জুন, ২০২৫ 🔻 ১লা আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই জিলহজ, ১৪৪৬

সাঁথিয়ায় ২হিরোইন ব্যবসায়ীসহ আটক-৫

শেয়ার করুন:

 সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সাঁথিয়ায়  ২হিরোইন ব্যবসায়ীসহ ৫জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ জানুয়ারী) রাতে  উপজেলার কাশিনাথপুর বাজার থেকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার সাটিয়াকোলা গ্রামের শাহীন মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী ওমিদ হাসান(২৫), একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম(৩০) ও ওরেন্টের আসামী আয়ুব আলীর ছেলে রানা(২৬), এবং হাটবাড়িয়া বোয়াইলমারী গ্রামের আকবরের ছেলে রুবেল হোসেন(৩৫)।
সাঁথিয়া থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া থানার এস ইমতিয়াজের নেতেৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কাশিনাথপুর বাজার এলাকা থেকে ওমিদ হাসান ও সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে। এসময় তাদের নিকট থেকে ৫গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।
বাকী ২জনের বিরুদ্ধে ওরেন্ট থাকায় আটক করা হয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রপ্ত কর্মকর্তা আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, গোপন সংবাদে তাকে আটক করে তাদের নিকট রক্ষিত  ৫গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে। তারা পেশাদার মাদকের ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে সাঁথিয়া থানায় মাদকের মামলা দায়ের হয়েছে। গতকাল শনিবার দুপুরে তাদের পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে।##