সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় ৪৬পিচ ইয়াবাসহ জাহাঙ্গীর আলম উকিল(৩৭) নামের এক যুবককে আটক করে পুলিশ। গতকাল বুধবার দুপুরে সাঁথিয়া উপজেলার সিএন্ডবি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। জাহাঙ্গীর আলম উকিল বেড়া পৌরসভার বনগ্রাম দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সিএন্ডবি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৪৬ পিচ ইয়াবা, নগদ ৯৩০০টাকা উদ্ধার করা হয়। গতকাল বুধবার বিকেলে সাঁথিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ##
Post Views: 51