সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ “বঙ্গবন্ধু দর্শন, সমবায়ে উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার পাবনার সাঁথিয়া উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে ৫০তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করা হয়। বেলা সাড়ে ১০টায় উপজেলা চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। আরো বক্তব্য দেন, পাবনা জেলা আ’লীগের সদস্য মোজাম্মেল হক খান,বোয়াইলমারী সমবায় সমিতির সভাপতি বেলায়েত হোসেন বিল্লু, পুরান সমবায় সমিতির সভাপতি ফজলুল হক, বহুমুখী সমবায় সমিতির সভাপতি রেহানা খাতুন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা রবিউল আলম। ##
Post Views: 12