সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক শিশু(৬)কে ধর্ষণের অভিযোগে ইসমাহিল(৭০) নামের নামের এক বৃদ্ধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুবে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের চকপাট্রা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগি শিশুর মা বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলা করেছেন।
গতকাল শুক্রবার দুপুরে আসামীকে আদালতের মাধ্যমে জেলা হাজতে ও ভুক্তভোগি শিশুর ডাক্তারি পরীক্ষা পাবনা জেনালের হাসপাতালে প্রেরণ।
জানা গেছে, ঘটনার দিন দুপুরে বাড়িতে কেউ না থাকায় অভিযুক্ত ইসমাহিল ভুক্তভোগি শিশুকে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে ধষর্ণ করেছে। এসময় প্রতিবেশীরা ভুক্তভোগির শিশুর মাকে বিষয়টি জানায়। এসময় শিশুকে খুজতে থাকে তার মা। পরে অভিযুক্ত ইসমাহিলের ঘরের পিছন থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় ভুক্তভোগি শিশুর মুখে ধষর্ণের কথা জানতে পারেন তার পরিবারের সদস্যরা। পরে ইসমাহিলকে ঘটনাটি জানানো হলে সে অস্বীকার করলে তাকে আটক করে থানায় খবর দেন। ওইদিন রাতে সাঁথিয়া থানায় খবর পুলিশ ইসমাহিলকে গ্রেপ্তার করে থানায় নেয়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, ধর্ষক ইসমাহিল নামের এক বৃদ্ধাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে আসামীকে আদালতের মাধ্যমে জেলা হাজতে ও ভুক্তভোগি শিশুর ডাক্তারি পরীক্ষা পাবনা জেনালের হাসপাতালে প্রেরণ করা হয়েছে।