সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ সাঁথিয়ায় ৬শ’ ইয়াবাসহ মনিরুল ইসলাম বাবু (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার সোনাতলা পালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাবু উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা পালপাড়া গ্রামের মৃত আব্দুল রহিম মোল্লার ছেলে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাবুকে গ্রেপ্তার করা হয়। এসময় তার প্যান্টের পকেট থেকে ৬শ’ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।তার বিরুদ্ধে মাদকের মামলা হয়েছে।
Post Views: 36