১৭ই জুন, ২০২৫ 🔻 ৩রা আষাঢ়, ১৪৩২🔻 ২০শে জিলহজ, ১৪৪৬

সাঁথিয়ায় ৬ ডাকাত আটক,৭টি গরু, রিভালভার ও ট্রাক উদ্ধার

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)সংবাদদাতাঃ পাবনার সাঁথিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৭টি গরু,১টি রিভালভার,১রাউন্ড তাজা গুলি,১টি ট্রাক উদ্বারসহ ৬  অন্ত:জেলা ডাকাত গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো পাবনার ফরিদপুর উপজেলার নেছড়াপাড়া শিববাড়ী গ্রামের রহমত মোল্লার ছেলে রোকন মোল্লা (২৮),একই উপজেলার বিলচান্দক গ্রামের দুলাল প্রামানিকের ছেলে আল আমিন(২০), চাটমোহর উপজেলার দোলং গ্রামের মৃত ওয়ারেছ আলীর ছেলে শিহাব উদ্দিন, সিরাজগঞ্জ জেলা সদরের কুড়িপাড়া(মধ্যপাড়া) গ্রামের মৃত নুর হোসেনের ছেলে কোরবান আলী (৪৮), শামসুল হকের ছেলে ফরিদুল ইসলাম(৩৭), একডালা পূর্বপাড়া গ্রামের কামাল পাশার ছেলে কামরুল ইসলাম(২৮)।
থানা পুলিশ সূত্রে  জানাযায়, উপজেলার শরিষা ভিটাপাড়া মাঠে গরু নিয়ে মালিকরা রাত্রি যাপন করতেন। গত ২০ ফেব্রæয়ারী দিনগত রাতে ১৫/১৬জনের একদল ডাকাত তাদের হাত,পা বেধে ১০টি গরু ট্রাক যোগে ডাকাতি করে নিয়ে যায়। এব্যাপারে গরুর মালিক মোতালেব প্রামানিক বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি ডাকাতি মামলা করেন। যার নং-৩০, তারিখ-২৬/২/২০২২ইং।

এঘটনায় পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের নিদের্শনা পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাসুদ আলম. এএসপি বেড়া সার্কেল কল্লোল কুমার দত্ত,সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, পুলিশ পরির্দশক(তদন্ত) কমল কুমার দেবনাথ ও পাবনার গোয়েন্দা শাখার অসিত কুমার বসাক সঙ্গীয় ফোর্সসহ ২৬ ফেব্রæয়ারী রাতে সাড়াশি অভিযান চালান। অভিযানে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার দাড়িয়াপুর গ্রাম থেকে শিহাব উদ্দিনকে গ্রেপ্তার করে।
শিহাবের স্বীকারোক্তি মুলক জবান বন্দিতে ওই রাতেই সিরাজগঞ্জ সদরের একডালা পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে ডাকাত কোরবান আলী,ফরিদুল ইসলাম ও কামরুল ইসলামকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে ডাকাতি করা ৭টি গরু উদ্ধার করা হয়।
 শানিবার ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে সাঁথিয়া উপজেলা ভিটাপাড়া ব্রীজের নিকট থেকে ডাকাত রোকন মোল্লা ও আলা আমিনকে গেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে একটি রিভালভার, ১ রাউন্ড তাজা গুলি, একটি ট্রাক(যাহার নং-ঢাকা মেট্রো-ড-১৪-৮৬৮৫). ১টি দেশী তৈরী হাসুয়া, ১টি ছুরি, ডাকাতি কাজে ব্যবহারের ১০ সেট মোবাইল,২০ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়।
পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান রবিার পাবনা নিজ কার্যালয়ে প্রেসবিফিংয়ে এ তথ্য জানান। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্মতা আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম আরো জানান, ডাকাতি যাওয়া বাঁকী গরু ও মালামাল উদ্বারসহ আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।