সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি:পাবনার সাঁথিয়ায় মাদকদ্রব্য বিক্রিরঅভিযোগে ইয়াবা ও নগদ টাকাসহ আসলাম(৪০) ও সায়লা খাতুন(৩০) নামের ২মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।বৃহস্পতিবার দুপুরে উপজেলার আফড়া উত্তরপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা র্যাব-১২ ডিএডি ইউসুফ আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। আসলাম উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের মৃত খোরশেদের ছেলে ও সায়লা খাতুন আফড়া উত্তরপাড়া গ্রামের আঃ গফুরের মেয়ে। এব্যাপারে র্যাব-১২ এর ডিএডি বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন দমন আইনে সাঁথিয়া থানায় মামলা করেছেন। মামলানং ২৩, তারিখ-১৪/০৪/২২ইং।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে পাবনা র্যাব-১২ অভিযান চালিয়ে ৭০০পিস ইয়াবা, নগদ ১৫০০টাকা,১টি মোবাইল সেট উদ্ধারসহ মাদক ব্যবসায়ী আসলাম ও সায়লা খাতুনকে আটককরে থানায় লিখিতঅভিযোগ দায়ের করেন। এব্যাপারে সাঁথিয়া থানায় মামলা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের পাবনা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Post Views: 12