১৬ই জুন, ২০২৫ 🔻 ২রা আষাঢ়, ১৪৩২🔻 ১৯শে জিলহজ, ১৪৪৬

সাঁথিয়ায় ৭ জুয়ারুকে গ্রেপ্তার

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিপুলিয়া গ্রাম থেকে ৭ জুয়ারুকে গ্রেফতার করেছে। গ্রপ্তারকৃতরা হলো উপজেলার পিপুলিয়া গ্রামের মঞ্জুর ফকির(২৮), নওশের প্রাং(৬২),ছানোয়ার মল্লিক(৪০),শাহালী কাজী(২৫),গোপীনাথপুর গ্রামের রায়হান সরদার(৫০), সাঁথিয়া মোল্লা বাড়ির গাজিউর রহমান(৪০), চকনন্দনপুর গ্রামের সুজন শিকদার(২৮)।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতে-নাতে ৭জুয়ারুকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে তাদেরকে জুয়া আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।##