১৭ই জুন, ২০২৫ 🔻 ৩রা আষাঢ়, ১৪৩২🔻 ২০শে জিলহজ, ১৪৪৬

সাঁথিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে মরহুম মোহাম্মদ নাসিমের ১ম মৃত্যু বার্ষিকী পালন

শেয়ার করুন:

 

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা আ’লীগ কার্যালয়ে  বর্ষীয়ান রাজনীতিবিদ, আ’লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্র ও টেলিযোগাযোগ মন্ত্রী মরহুম মোহাম্মদ নাসিমের ১ম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। রবিবার (১৩ জুন) বিকেলে উপজেলা আ’লীগ কার্যালয়ে যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান উকিলের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাঁথিয়া পৌর মেয়র ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু। আরো বক্তব্য দেন যুবলীগ নেতা আলা উদ্দিন, হাসনাত, রতন প্রমুখ।পরে মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওঃ আতিউল্লাহ জিয়া। 

অপর দিকে সোনাতলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আৎলীগ নেতা হাফিজের উদ্যোগে বর্ষীয়ান রাজনীতিবিদ, আ’লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্র ও টেলিযোগাযোগ মন্ত্রী মরহুম মোহাম্মদ নাসিমের ১ম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে মাওঃ আব্দুল মান্নান মরহুম মোহাম্মদ নাসিমের কর্মজীবনী তুলে ধরেন। দোয়া পরিচালনা করে মাওঃ আবু ইউসুফ। পরে তবারক বিতরণ করা হয়। বাদ আছর ১৮টি মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।##