সাঁথিয়া(পাবনা) সংবাদদাতা: পাবনার সাঁথিয়ার কাশিনাথপুরে বুধবার বিকালে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৩০ হাজার লিটার ভোজ্য তেল (সোয়াবিন) উদ্ধার করেছে। কাশিনাথপুরের মীর স্টোরের মালিক আবুল খায়েরের গোডাউনে এ অভিযান পরিচালনাকরা হয়। আবুল খায়ের অবৈধ ভাবে এ তেল গোডাউনে মজুদ করে বলে গোয়েন্দা পুলিশ জানান। পরে সাঁথিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মনিরুজ্জামান এক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আবুল খায়েরকে ৭০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও আগামী তিন দিনের মধ্যে উদ্ধারকৃত তেল কাশিনাথপুর ফাঁড়ী পুলিশ ও সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানের তত্বাবধায়নে সাধারণ ক্রেতাদের নিকট উদ্ধারকৃত তেল বিক্রয় করার নির্দেশ দেন।
সাঁথিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মনিরুজ্জামান বলেন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এমনকি বাজার মূল্যে তিন দিনের মধ্যে ক্রেতাদেও নিকট উদ্ধারকৃত তেল বিক্রয়ের নির্দেশ দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।