১৭ই জুন, ২০২৫ 🔻 ৩রা আষাঢ়, ১৪৩২🔻 ২০শে জিলহজ, ১৪৪৬

সাঁথিয়া থানা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শেয়ার করুন:

সাঁথিয়া( পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া থানা পুলিশের উদ্যোগে মঙ্গলবার (২৬ এপ্রিল) পবিত্র রমজান  উপলক্ষে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার পূর্ব দোয়া অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদের ইমাম হাফেজ মাওলারা আতাউল্লাহ উসমানি। সাঁথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান সোহেল রানা খোকন, বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) অরবিন্দ সরকার।  এছাড়াও ইফতার মাহফিলে সুধীবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।