১৭ই জুন, ২০২৫ 🔻 ৩রা আষাঢ়, ১৪৩২🔻 ২০শে জিলহজ, ১৪৪৬

সাঁথিয়া থিয়েটারের উদ্যোগে সেলিম আল দ্বীনের জন্মদিন পালিত

শেয়ার করুন:

সাঁথিয়া প্রতিনিধিঃ  মঙ্গলবার সন্ধ্যায় সাঁথিয়া থিয়েটারের উদ্যোগে বাংলা নাটকের মহাকবি নাট্যাচার্য সেলিম আল দ্বীনের ৭২তম জন্মদিন পালন উপলক্ষে এক আলোচনা সভায় আয়োজন করা হয়। থিয়েটারের সহ-সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সেলিমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন থিয়েটারের সাধারণ সম্পাদক রতন দাস, সাঁথিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম, শালঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম রিপন, জ্যাকি প্রমুখ।