১৬ই জুন, ২০২৫ 🔻 ২রা আষাঢ়, ১৪৩২🔻 ১৯শে জিলহজ, ১৪৪৬

সাঁথিয়া পৌরসভার বাজেট ঘোষণা

শেয়ার করুন:

 

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি: গতকাল মঙ্গলবার দুপুরে  সাঁথিয়া পৌরসভার কার্যালয়ে পৌর মেয়র  মাহবুবুল আলম বাচ্চু ২০২১-২০২২ অর্থবছরের ৩৭ কোটি, ১৬ লাখ, ১৯ হাজার ৭২৭ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা  করেন। বাজেট আলোচনায় বক্তব্য দেন,সাঁথিয়া প্রেসক্লাব সভাপতি জয়নুল আবেদীন রানা, সম্পাদক আবুল কাশেম, সাবেক সভাপতি অধ্যাপক আব্দুদ দাইন, সাংবাদিক রতন দাস, মীর নজমুল বারী নাহিদ, মনসুর আলম খোকন,আব্দুল হাই, জালাল উদ্দিন, আশিক ইকবাল রাসেল, আরিফুল ইসলাম,  মজিদ মোল্লা, আব্দুস সাত্তার, ফারুক হোসেন প্রমুখ। এ সময় পৌর কাউন্সিলরসহ সূধীসমাজ উপস্থিত  ছিলেন।