সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ “গ্রীন হাউজ গ্যাস নিঃসরণ কমাণোর লক্ষে রোববার (২৯ আগষ্ট) দুপুরে সাঁথিয়া পৌসভায় নবায়নযোগ্য জ¦ালানী সোলার স্ট্রিটলাইট ব্যবহারের মাধমে কার্বন নির্গমন হ্রাস’ (সোলার লাইট স্থাপন) প্রকল্পের উদ্বোধন করেন মেয়র মাহবুবুল আলম বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলামসহ কমিশনারবৃন্দ।
মেয়র মাহবুবুল আলম বাচ্চু জানান, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট এর ১কোটি ৭৮লাখ ৯৫ হাজার ৮৭০টাকা ব্যায়ে ১৫৮টি সোলার লাইট স্থাপন করবেন শেরপুর রোলার ডেভলপমেন্ট সংস্থা ঠিকাদার প্রতিষ্ঠানটি।##
Post Views: 14