যারা আসন্ন পৌর মেয়র নির্বাচনে আওয়ামীলীগ দলীয় ফরম তুলেছেন তারা হলো-
সাঁথিয়া পৌরসভা পর পর ৩ বারের মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক আ’লীগের দলীয় ফরম তুলেছেন। আসন্ন পৌর নির্বাচনে ৪র্থ বারের মত নির্বাচন করতে তিনি দলীয় মনোনয়ন ফরম তোলেন। বৃহস্পতিবার ফরম পুরণ করে জমাও দিয়েছেন তিনি। তার আশা দল তাকেই ৪র্থ বারের মত নৌকার হাল ধরার সুযোগ দিবে।
দলীয় মনোনয়ন তুললেন সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক সাঁথিয়া ডিগ্রী কলেজের জিএস ও সাবেক ছাত্রলীগ, যুবলীগের নেতা আলহাজ্ব রবিউল করিম হিরু। তিনি আ’লীগ দলীয় মনোনয়নের জন্য চেষ্টা করে যাচ্ছেন। দলীয় নৌকা প্রতীক পেলে তিনি পৌর নির্বাচন করতে ইচ্ছুক।
দলীয় মনোনয়ন ফরম তুলেছেন সাঁথিয়া পৌর সভার প্রথম মেয়র মরহুম মোজাম্মেল হক মাষ্টারের ছেলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাঁথিয়া উপজেলা সভাপতি ও সাঁথিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি তপন হায়দার সান।
তরুণ রাজনৈতিক নেতা সাবেক উপজেলা আওয়ামী যুবলীগের সম্পাদক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা বিআরডিবি তিন বারের চেয়ারম্যান, সাবেক কলেজ ছাত্রলীগ নেতা মাহবুবুল আলম বাচ্চু দলীয় মনোনয়ন ফরম তুলেছেন। মাহবুবুল আলম বাচ্চু যুব সমাজের সমর্থন নিয়ে প্রথম শ্রেণির সাঁথিয়া পৌর সভাকে নতুর রুপে সাজাতে চান।
এছাড়াও সাঁথিয়া পৌর সভার জন্য দলীয় মনোনয়ন ফরম তুলেছেন সাবেক সাঁথিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীণ রাজনৈতিকবিদ নফিজ উদ্দিন। প্রবীণ এ রাজনীতিবিদ মনে করেন দলীয় মনোনয়ন তিনিই পাবেন।