উজ্জ্বল হোসেন: পাবনার সাঁথিয়া পৌর নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন পেলেন সাঁথিয়া পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা বিআরডিবি তিন বারের নির্বাচিত চেয়ারম্যান মাহবুবুল আলম বাচ্চু। আজ শুক্রবার কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাচনী মনোনয়ন বোর্ড সাঁথিয়ার প্রথম শ্রেণির পৌরসভার দলীয় মেয়র পদের জন্য তাকে মনোনয়ন প্রদান করেন।
তরুণ রাজনৈতিক নেতা সাবেক উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, মাহবুবুল আলম বাচ্চু যুব সমাজের সমর্থন নিয়ে প্রথম শ্রেণির সাঁথিয়া পৌর সভাকে নতুর রুপে সাজাতে চান।
২৫.২৪ বর্গ কিলোমিটার আয়তনের সাঁথিয়া পৌরসভায় মোট গ্রামের সংখ্যা ২৯ টি। এই পৌরসভায় রয়েছে প্রায় ৫৫ হাজার মানুষের বসতি। ভোটার সংখ্যা ৩১ হাজার ৮২। পুরুষ ভোটার রয়েছে ১৫ হাজার ৬শত ১৯ ও মহিলা ভোটার ১৫ হাজার ৪ শত ৬৩।
Post Views: 18