২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

সাঁথিয়া পৌর নির্বাচন: নৌকার লড়াইয়ে আ’লীগের ৫ নেতা

শেয়ার করুন:

ইছামতিনিউজ২৪,কম রিপোর্টঃ পাবনা সাঁথিয়া পৌর নির্বাচনকে সামনে রেখে দলীয় নৌকা প্রতীক প্রাপ্তির লড়াইয়ে ছুটে চলছে আওয়ামীলীগ দলীয় ৪ নেতা। তারা নিজেদের পক্ষে দলীয় সমর্থন আদায় করতে ধন্না দিচ্ছেন জেলা ও কেন্দ্রীয় নেতাদের কাছে। স্থানীয় ভাবে নিজেদের পক্ষে সমর্থন নিতে দলীয় কর্মকান্ডসহ জনসম্পৃক্ততা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। তবে ভোটারদের অধিকাংশই জানে না তাদের পৌর মেয়র হতে কে কে মনোনয়ন প্রত্যাশী। প্রার্থীদের অনেকেই মাঠে কাজ না করলেও দলীয় সমর্থনের জন্য উপর মহলে যোগাযোগে ব্যস্ত হয়ে পড়েছে।

১৯৯৭ সালের ৮ অক্টোবর সাঁথিয়া সদর ইউনিয়নের পুরো অংশ ও ধোপাদহ ইউনিয়নের দৌলতপুর গ্রাম নিয়ে গঠিত হয় ৩য় শ্রেণির সাঁথিয়া পৌরসভা। ২৫.২৪ বর্গ কিলোমিটার আয়তনের সাঁথিয়া পৌরসভায় মোট গ্রামের সংখ্যা ২৯ টি। এই পৌরসভায় রয়েছে প্রায় ৫৫ হাজার মানুষের বসতি। এ পৌর সভায় ভোটার সংখ্যা ৩১ হাজার ৮২। পুরুষ ভোটার রয়েছে ১৫ হাজার ৬শত ১৯ ও মহিলা ভোটার ১৫ হাজার ৪ শত ৬৩। বর্তমান মেয়রের সময়ে পৌর সভাটি প্রথম শ্রেণির পৌর সভা হিসেবে স্বীকৃতি পান। ১৯৯৯ সালের ২৬ ফ্রেব্রæয়ারি পৌরসভার ১ম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এতে তৎকালীন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মরহুম মোজাম্মলে হক মাষ্টার পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। 

 সাঁথিয়া পৌরসভা ২য়, ৩য় ও ৪র্থ বার নির্বাচনে পর পর ৩ বার মেয়র পদে জয়লাভ করেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক। আসন্ন পৌর নির্বাচনে ৪র্থ বারের মত নির্বাচন করতে মাঠে রয়েছেনউপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য  মিরাজুল ইসলাম প্রামানিক। তিনি দলীয় মনোনয়নের আশায় শুরু করেছে লবিং। তার আশা দল তাকেই ৪র্থ বারের মত নৌকার হাল ধরার সুযোগ দিবে। ৪র্থ বারের মত মেয়র হলে তার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান।

দলীয় মনোনয়ন পেলে আসন্ন সাঁথিয়া পৌর সভার নির্বাচন করতে প্রস্তুত রয়েছেন সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক সাঁথিয়া ডিগ্রী কলেজের ভিপি ও সাবেক ছাত্রলীগ, যুবলীগের উপজেলা সভাপতি হাসান আলী খান। তিনি আ”লীগ দলীয় মনোনয়নের জন্য চেষ্টা করে যাচ্ছেন। দলীয় নৌকা মার্কা প্রতীক পেলে তিনি পৌর নির্বাচন করতে ইচ্ছুক।

দলীয় মনোনয়ন প্রাপ্তির আশায় দলীয় লবিং শুরু করেছেন সাঁথিয়া পৌর সভার প্রথম মেয়র মরহুম মোজাম্মেল হক মাষ্টারের ছেলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাঁথিয়া উপজেলা সভাপতি ও সাঁথিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি তপন হায়দার সান। তিনি সাঁথিয়া পৌর সভার মেয়র হয়ে পৌরবাসীর সেবা করতে চান।

তরুণ রাজনৈতিক নেতা সাবেক উপজেলা আওয়ামী যুবলীগের সম্পাদক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা বিআরডিবি তিন বারের চেয়ারম্যান, কলেজ ছাত্রলীগ নেতা মাহবুবুল আলম বাচ্চু দায়িত্ব নিতে চান পৌরবাসীর। তিনি পৌর সভার মেয়র পদে আওয়ামীলীগ দলীয় নৌকা প্রকীকের জন্য ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছেন দলীয় নেতাদের সাথে। মাহবুবুল আলম বাচ্চু যুব সমাজের সমর্থন নিয়ে প্রথম শ্রেণির সাঁথিয়া পৌর সভাকে নতুর রুপে সাজাতে চান।

 সাবেক সাঁথিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীণ রাজনৈতিকবিদ নফিজ উদ্দিনও চান পৌর সভার মেয়র হতে। তিনি দলীয় মনোনয়ন পেতে যোগাযোগ শুরু করেছেন। প্রবীণ এ রাজনীতিবিদ মনে করেন দলীয় মনোনয়ন তিনিই পাবেন। দলের পিছনে নিজের ত্যাগ ও অভিজ্ঞতার কারণেই দল থাকে তাকে নৌকার দায়িত্ব তুলে দিবেন।