২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

সাঁথিয়া পৌর নির্বাচন: মেয়রকে বাদ দিয়ে প্রার্থীর তালিকা প্রেরণ

শেয়ার করুন:

 

সাঁথিয়া প্রতিনিধিঃ সাঁথিয়া পৌরসভা নির্বাচনে পর পর ৩য় বারের মেয়রকে বাদ দিয়ে অপর ৩জন প্রার্থীর নামের তালিকা পাঠানো ও কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা ও পৌর আ’লীগ দ্বিধাবিভক্তি হয়ে পড়েছে। এতে করে আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
সাঁথিয়া পৌরসভা নির্বাচন আসন্ন। দলের পক্ষ হতে মেয়র প্রার্থীদের তালিকা না চাইলেও উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বপ্রনোদিত হয়ে পর পর তিন বারের নির্বাচিত সাঁথিয়ার মেয়র মিরাজুল ইসলামের নাম বাদ দিয়ে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ম্হবুবুল আলম বাচ্চু ও আ’লীগের নেতা নফিজ উদ্দিনের নাম জেলা আ’লীগের মাধ্যমে কেন্দ্রে প্রেরণ করেন। বিষয়টি জানাজানি হলে মেয়র সমর্থকদের মধ্যে ক্ষোভ, হতাশা ও নানা প্রশ্নের দেখা দেয়। এছাড়া পৌর আ’লীগের ওয়ার্ড কমিটির মেয়াদ শেষ না হলেও নির্বাচনের ঠিক পূর্বমুহুর্তে কোন কারণ ছাড়াই কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের ফলে ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ওই কমিটির সদস্যদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। এজন্য পৌর ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে নবগঠিত অবৈধ ওয়ার্ড কমিটি বাতিলের জন্য পাবনা জেলা আ’লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর অভিযোগ দিয়েছেন।
ওয়ার্ড কমিটির গঠনের ব্যাপারে ৯নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আতিকুল্লাহ আল মাহাদি জিয়া বলেন, হীনস্বার্থ ও অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কমিটির মেয়াদ থাকা সত্তেও এবং কমিটি না ভেঙ্গেই নির্বাচনের আগে নিজেদের পছন্দের লোক দিয়ে তরিঘরি করে কমিটি গঠন করেছে।
সাঁথিয়া মেয়র মিরাজুল ইসলাম বলেন, আমি নৌকা প্রতীক নিয়ে পর পর বিজয়ী হয়েছি। তারা কোন ঘোষণা না দিয়ে বা প্রার্থীতা আহবান না করেই হীন স্বার্থে আমার নাম বাদ দিয়ে প্রার্থীর তালিকা প্রেরণ করেছেন।
সাঁথিয়া উপজেলা আ’লীগের এক সহ-সভাপতি জানান, পৌর ও উপজেলা আ’লীগের সভাপতি সম্পাদক নিজেদের ইচ্ছা মত প্রার্থীর তালিকা প্রেরণ করেছে। এ বিষয়ে আমাদের সাথে সমন্বয় করা হয়নি।
এ বিষয়ে উপজেলা আ’লীগের সভাপতি ও সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার বলেন, প্রার্থী নামের তালিকা না চাইলেও অগ্রিম ভাবে পৌর আ’লীগের সিদ্ধান্তের কারণে আ’লীগের গঠনতন্ত্র ২৮/৫ ধারা অনুসারে আমরা ৩ জনের নামের তালিকা প্রেরণ করেছি। বর্তমান মেয়রের সময় পৌর সভার কোন উন্নয়ন না করায় তার নাম পাঠানো হয়নি। পৌর ওয়ার্ড কমিটি গঠনের ব্যাপারে তিনি বলেন, দল চাইলে যে কোন সময় নতুন করে কমিটি গঠন করতে পারে।
৬৮ পাবনা-১(সাঁথিয়া-বেড়া) এর স্থানীয় সংসদ সদস্য  ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাড. শামসুল হক টুকু বলেন,সাঁথিয়া পৌসভার মেয়র প্রার্থীদের নামের তালিকা পাঠানোর ব্যাপারে আমার সাথে কোন পরামর্শ করে নাই এবং আমি এ বিষয়ে কিছুই জানি না।