ইছামতিনিউজটুয়েন্টিফোর.কম রিপোর্টঃ ১৫ আগস্ট ও জাতীয় শোক দিবস সাঁথিয়া প্রেসক্লাবের উদ্যোগে পালন করা হয়েছে। রবিবার বাদ আসর প্রেসক্লাবের হলরুমে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়। সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। বিশেষ অতিথির বক্তব্য রাখের সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্লা, সাবেক সভাপতি আব্দুদ দাইন, সাবেক সম্পাদক রতন কুমার দাস।
আলোচনা সভা শেষে ১৫ আগস্টে শাহাদৎ বরণকারী সকলের উদ্দেশে দোয়া হয়। দোয়া পরিচালনা করেন আব্দুল হাকিম।
প্রধান অতিথি তার বক্তব্যে একজন বিশ্ব নেতা শেখ মুজিবুর রহমানের হত্যার পিছনে যারা রয়েছেন তাদের খুজে বের করার জন্য সরকারের নিকট আহ্বান জানান। ১৫ আগস্টের মত ঘটনা যেন বাংলায় আর না ঘটে সে দিকে সবাইতে সজাগ দৃষ্টি রাখতে হবে।