সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃপাবনার সাাঁথিয়ায় বজ্রপাতে আক্তারুল হোসেন(৪০) নামের এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে।আক্তারুল হোসেন উপজেলার বারোয়ানী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।এলাকাবাসী সূত্রে জানাযায়, গতকাল রবিবার বিকেলে উপজেলার বারোয়ানী গ্রামের মাঠে গরুর খাবারের জন্য নৌকা যোগে বিলের মধ্যে আক্তারুল হোসেন কচুরীপানা কাটার জন্য যায়। এ সময় হঠাৎ করে মেঘ ডাকাডাকি শুরুর এক পর্যায়ে বজ্রপাত ঘটলে আক্তারুল পানির মধ্যে পড়ে যায়। এলাকাবাসী প্রায় আধাঘন্টা খোজাখোজির পর মৃত্যু অবস্থায় উদ্ধার করে। তার পিঠ বজ্রপাতে ঝলসে যায়। তার করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।#
Post Views: 15