২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

সাঁথিয়া হানাদার মুক্ত দিবস পালিত

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলা হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও সাঁথিয়া মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন, র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার সময় দিবসটি পালন উপলক্ষে সাঁথিয়া মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও  মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের অডিটোড়িয়ামের সামনে এসে শেষ হয়। র‌্যালী শেষে অডিটোড়িয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী নিবার্হী অফিসার এসএম জামাল আহমেদের সভাপতি প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ শামসুল হক টুকু এমপি। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য এ্যাডঃ আসিফ শামস্ রঞ্জন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লেলিন প্রমুখ। উল্লেখ: ১৯৭১ সালে এ দিনে পাবনার সাঁথিয়া উপজেলা সম্পূর্ন শত্রুমুক্ত হয়েছিলো।##