১৬ই নভেম্বর, ২০২৫ 🔻 ১লা অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭

সাংবাদিক আব্দুস সাত্তার মারা গেছেন

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিযা প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক ও দৈনিক শহর ও গ্রাম পত্রিকার সাঁথিয়া প্রতিনিধি আব্দুস সাত্তার(৬৭) মারা গেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সে উপজেলার ধোপাদহ বাজার পাড়া গ্রামের বাসিন্দা।
আব্দুস সাত্তার শুক্রবার দিনগত রাত ১২ টার দিকে নিজ বাড়িতে অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত সাঁথিয়া হাসপাতালে নিয়ে আসে। সেখানে তিনি হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ দিন অসুস্থ্য ছিলেন। শনিবার বাদ যোহর স্থানীয় ঈদগাঁ মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে ধোপাদহ কবরস্থানে তার দাফন সম্মন্ন করা হয়। মৃত্যুকালে সাংবাদি আব্দুস সাত্তার স্ত্রী, কন্যা ও ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাঁথিয়া প্রেসক্লাবের সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে শোক জ্ঞাপন করেছেন সাঁথিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য হাবিবুর রহমান স্বপন, সাবেক সভাপতি জয়নুল আবেদীন রানা, সহসভাপতি জালাল উদ্দিন, সহ- সাধারণ সম্পাদক তাজুল ইসলাম,কার্যনির্বাহী সদস্য মুনসুর আলম খোকন, সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম।