২২শে জুন, ২০২৫ 🔻 ৮ই আষাঢ়, ১৪৩২🔻 ২৫শে জিলহজ, ১৪৪৬

সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে পাবনায় বিশাল মানববন্ধন

শেয়ার করুন:

পাবনা প্রতিনিধি:ঢাকায় সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে পাবনায় কমর্রত সাংবাদিকরা বিশাল মানববন্ধন করেছে। মানববন্ধন থেকে সাংবাদিক রোজিনা ইসলামকে অবিলম্বে মুক্তির দাবী জানিয়ে বৃহস্পতিবার সকাল ১১ টায় পাবনা প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি ঘোষণা দেয়া হয়।

গতকাল বুধবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে পাবনা প্রেসক্লাব, পাবনা রিপোর্টার্স ইউনিটি, পাবনা টেলিভিশন সাংবাদিক সমিতি, পাবনা সাংবাদিক সমিতি ও প্রথম আলো বন্ধুসভাসহ পাবনায় কমর্রত বিভিন্ন গণমাধ্যমের কর্মী এবং সুশিল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সহসভাপতি মীর্জা আজাদ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি রাজিউর রহমান রুমী, মাছরাঙা টেলিভিশনের ব্যুরো চীফ উৎপল মির্জা, পাবনা সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, প্রথম আলোর প্রতিনিধি সরোয়ার উল্লাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে অবিলম্বে মুক্তির দাবী জানিয়ে স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজদের কঠোর শাস্তির দাবী করা হয়।