৭ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২২শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭

সাত মাসের সাজ্জাদ বাঁচতে চায়, দরকার মাত্র ৩ লাখ টাকা

শেয়ার করুন:

মাত্র সাত মাস বয়সেই জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছে সাজ্জাদ হোসেন। জন্ম থেকেই তার হৃদয়ে ফুটো (Congenital Heart Defect)। চিকিৎসকরা বলছেন, অপারেশন ছাড়া তার জীবন বাঁচানো সম্ভব নয়। আর এই অপারেশনের খরচ মাত্র ৩ লাখ টাকা। কিন্তু এই সামান্য অর্থের ব্যবধানেই মৃত্যুর মুখোমুখি হতে হচ্ছে শিশুটিকে।

সাজ্জাদ পাবনার ভাঙ্গুড়া পৌর শহরের লাইনপাড়ায় বসবাসরত জেলহক-শাপলা দম্পতির একমাত্র পুত্র। দিনমজুর পিতার সামান্য আয় আর অভাবের সংসারে আগে জন্ম হয়েছে দুই কন্যা সন্তানের। এরপর পুত্র সন্তান সাজ্জাদের জন্ম হয়। পরিবারে খুশির জোয়ার বয়ে গেলেও বেশিদিন তা টেকেনি। সাজ্জাদ জন্ম থেকেই অসুস্থ। খায় না, ঘুমায় না, কেবল কাঁদে।

সন্তানের অসুস্থতা দেখে স্থানীয় চিকিৎসকদের শরণাপন্ন হন জেলহক ও শাপলা। পরে ছেলেকে নিয়ে যাওয়া হয় ঢাকায়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানায়—সাজ্জাদের হৃদয়ে বড় একটি ফুটো রয়েছে এবং অপারেশন না করলে যে কোনো সময় মৃত্যুর ঝুঁকি তৈরি হতে পারে। চিকিৎসা খরচ ধরা হয়েছে প্রায় ৩ লাখ টাকা।

কিন্তু যে পরিবার মাথা গোঁজার ঠাঁইটুকু নিয়েই সংকটে, তাদের পক্ষে এত টাকা জোগাড় করা প্রায় অসম্ভব। এখন তাঁরা তাকিয়ে আছেন সমাজের সহৃদয়, মানবিক ও বিত্তবান ব্যক্তিদের দিকে।

আপনার একটু সাহায্যে সাজ্জাদ পেতে পারে জীবন!

যোগাযোগ:জেলহক (শিশুর পিতা)
ঠিকানা: লাইনপাড়া (ভদ্রপাড়া), ভাঙ্গুড়া পৌরসভা, ভাঙ্গুড়া, পাবনা
মোবাইল: ০১৭৪৪-৫০৫৩৯৫