ইছামতিনিউজটুয়েন্টিফোর.কম রিপোর্ট: সাভারে মিন্টু চন্দ্র বর্মন নামে নিখোঁজ এক কলেজ শিক্ষকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় প্রধান আসামিসহ তিনজনকে আটক করা হয়েছে।
র্যাবের সাভার ক্যাম্পের অধিনায়ক ল্যাফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান, অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনের পরিবারের অভিযোগের ভিত্তিতে র্যাব ছায়া তদন্ত চালিয়ে সোমবার (৯ আগস্ট) সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে মরদেহের খোঁজ পায়। এরপর অভযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বিকেলে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
জানা গেছে, সাভারের আশুলিয়ার সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মন গত ১৩ জুলাই নিখোঁজ হন। নিখোঁজের পরদিন মিন্টুর পরিবার আশুলিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে।