আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিবন্ধিতা বিষয়ক বিশেষজ্ঞ এবং সিএস গ্লোবাল-এর প্রেসিডেন্ট প্রফেসর ড. এম এ মুহিতের সৌজন্যে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়ন পরিষদে আয়োজন করা হয় বাংলাদেশ সেরিব্রাল পালসি রেজিস্টার (বিপিসিআর) প্রোগ্রামের আওতায় একটি বিশেষ মেডিকেল ক্যাম্প। বুধবার দুপুরে অনুষ্ঠিত এই ক্যাম্পে শতাধিক প্রতিবন্ধী শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
গাড়াদহ ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এই বিশেষ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার। তিনি বলেন, সাবেক উপ-প্রধানমন্ত্রী প্রয়াত প্রফেসর ড. এম এ মতিনের হাতে গড়া প্রতিষ্ঠান সিএস গ্লোবাল শুরু থেকেই দেশের পিছিয়ে পড়া প্রতিবন্ধী জনগোষ্ঠীর পাশে থেকে নিরলসভাবে সেবা প্রদান করে আসছে। তাঁরই সুযোগ্য সন্তান প্রফেসর ড. এম এ মুহিত এখন সেই দায়িত্ব সুচারুভাবে পালন করছেন এবং দেশের প্রতিটি অঞ্চলে সেবার কার্যক্রম পরিচালনা করছেন। তিনি আরও ঘোষণা দেন যে, আগামী পবিত্র ঈদুল আযহার পর প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজন করা হবে, যেখানে তাদের প্রয়োজন, সমস্যা ও সক্ষমতা নিয়ে বিশেষ আলোচনা ও সহায়তার ব্যবস্থা থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রজেক্ট রিসার্চ কো-অর্ডিনেটর সিমিয়ন গালিভার শ্রং। অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি আফসার আলী, ডা. শফিউল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার ড. রাজিন আশরাফ, সাংবাদিক সাগর বসাক, রাজিব রাসেল, হুমায়ুন আহমেদ, আমিনুল ইসলাম, রওশন আলী এবং বিএনপি নেতা আব্দুল মতিন।
ক্যাম্পে সেরিব্রাল পালসি ও অন্যান্য নিউরো-ডেভেলপমেন্টাল সমস্যায় আক্রান্ত শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ প্রদান এবং থেরাপি পরামর্শসহ নানা ধরনের চিকিৎসাসেবা দেওয়া হয়। রোগীদের পর্যবেক্ষণের জন্য পরবর্তীতে ফলোআপের ব্যবস্থাও রাখা হয়। সিএস গ্লোবাল এবং বিপিসিআর সারা বাংলাদেশে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য চিকিৎসা, সচেতনতা এবং গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এই ক্যাম্পটি স্থানীয় জনগণের মধ্যে আশার আলো জাগিয়েছে এবং বিশেষভাবে প্রতিবন্ধী শিশুদের জন্য একটি মানবিক উদাহরণ স্থাপন করেছে। অনুষ্ঠানের শেষে শত শত রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন, যা আয়োজনকারীদের প্রতি জনগণের কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশে বিশেষ ভূমিকা রাখে।