এম এ আলিম রিপন ঃ সুজানগর পৌরসভার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (আদিবাসী) পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজার উদ্যোগে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। শুক্রবার(২১ আগস্ট) সকালে পৌরসভার মানিকদীরে বসবাসকারী আদিবাসী অসহায় দরিদ্র পরিবারগুলোর মাঝে এ খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির ও সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। এ সময় পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুজানগর উপজেলা শাখার সভাপতি শ্রী সুবোধ কুমার নটো,সাধারণ সম্পাদক চিত্ররঞ্জন সাহা,উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, আ’লীগ নেতা বিল্টু,আব্দুল আলিম যতিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্রী বিজন কুমার পাল,সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, পৌর চাত্রলীগের সভাপতি এস এম সোহাগ,এন এ কলেজ ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন,সুজানগর উপজেলা আদিবাসী বহুমূখী সমবায় সমিতির সভাপতি টিপু দাস,সাধারণ সম্পাদক শ্রীবাস সরকার সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।