সুজানগর প্রতিনিধিঃ পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় মহিলাদের ক্ষমতায়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে ইউপি সদস্য ফিরোজ মোল্লার বাড়ির সামনে এ উঠান বৈঠকের আয়োজন করে সুজানগর উপজেলা তথ্য সেবা অফিস। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা আসমানী খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নাজমুল হুদা। এসময় উপস্থিত ছিলেন আহম্মদপুর ইউনিয়ন পরিষদের সচিব আশরাফ আলী, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ মোল্লা, ২ নং ওয়ার্ড ইউাপি সদস্য কাজী রফিকুল ইসলাম, উপজেলা সহকারী তথ্য অফিসার রুপা পাল, তারিন খাতুন ও আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী বলেন, সরকার নারীর ক্ষমতায়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। নারীদের বিভিন্ন তথ্য হাতের নাগালে আনতে উপজেলা তথ্য সেবা অফিস (তথ্য আপা) কাজ করে যাচ্ছে। দেশ ও জাতির উন্নয়নে নারীদের কেউ কাজ করতে আহŸান জানান নির্বাহী অফিসার রওশন আলম। এসময় তিনি নারীদের অভাব ও অভিযোগ শোনেন। তাদের অভিযোগ অনুযায়ী সাহায্য ও সহযোগিতার আশ্বাস দেন প্রধান অতিথি।
Post Views: 12