
জানাযায়, দুলাই উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম রসুলের গাজনার বিলের গন্ডহস্তি মৌজার দাগ নং ১৩০, খতিয়ান নং ৯৮২ জমি থেকে ২৯ মার্চ দুপুরে চরদুলাই গ্রামের মৃত আব্দুল করিম শেখের ছেলে মহন শেখ লেকজন নিয়ে প্রায় ৪ শতক জমির ১০/১২ মন পেঁয়াজ লুট করে। ওই জমিটি স্থানীয় ইজিবাইক চালক সালামের নিকট বর্গা চাষ করতে দেন গোলাম রসুল। দারিদ্র ইজিবাইক চালকের চাষ করা পেঁয়াজ লুটের ঘটনায় সে হতভম্ব হয়ে পড়েছে। তিনি জানান, আমি একজন দারিদ্র চাষি আমার চাষ করা জমি থেকে পেঁয়াজ লুট করায় আমি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি।
জমির মালিক গোলাম রসুল জানান, দুপুর বেলায় জমি থেকে পেঁয়াজ জোর করে তুলে নেয়া লুটের অংশ। আমি এমন ঘটনার সঠিক বিচার চাই।
এদিকে বুধবার দুপুরে সুজানগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন শিক্ষক গোলাম রসুল।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ হানান জানান, পেঁয়াজ তুলে নেয়ার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।