১৫ই জুন, ২০২৫ 🔻 ১লা আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই জিলহজ, ১৪৪৬

সুজানগরের নাজিরগঞ্জে নতুন মাদ্রাসার উদ্বোধন

শেয়ার করুন:

এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জে আলহাজ আব্দুস শুকুর শেখ ইসলামী মাদ্রাসা নামে একটি নতুন মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। রবিবার  এ মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।  বিশেষ অতিথি ছিলেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন,পৌর মেয়র রেজাউল করিম রেজা ও নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান। শেখ আব্দুল খালেক লিখনের সভাপতিত্বে  নতুন মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামীলীগের  সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ,কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা,সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক,  স্থানীয় আ.লীগ নেতা মজিবর রহমান মন্ডল, যুবলীগ নেতা মিজানুর রহমান রুবেল ও ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ রাজু সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।