১৪ই জুলাই, ২০২৫ 🔻 ৩০শে আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই মহর্‌রম, ১৪৪৭

সুজানগরের রাণীনগরে আওয়ামীলীগের দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত- ২৫

শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক : পাবনার সুজানগরে জলাশয়ে মাছ চাষকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার রানীনগর ইউনিয়নের ভাটিকয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ রানীনগর ইউনিয়ন পরিষদের ০৮ নং ওয়ার্ড সদস্য রশিদুল ইসলাম রাশু জানান, ভাটিকয়া গ্রামে একটি জলাশয়ে মাছ চাষ করা নিয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সমর্থক ইউনিয়ন আওয়ামীলীগ নেতা খাইরুল মাস্টারের সাথে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাবের সমর্থক ও রাণীনগর ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহিনুর রহমান শাহীনের দ্ব›দ্ব চলছিল। এরই জের ধরে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৫ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়।
খবর পেয়ে আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতির নিয়ন্ত্রন নেয়। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জলাশয়টি দখলে নেয়াকে কেন্দ্র করে ঐ ইউনিয়নের বিবাদমান দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে হামলার ঘটনা ঘটেছে । হামলার ঘটনায় ব্যবহৃত একটি লাইসেন্স করা বন্দুকসহ জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ জনকে আটক করেছে করা হয়েছে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
গুলিবিদ্ধরা হলেন, ভাটিকয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে রাকিব (২৭), শাহাদত হোসেনের ছেলে রাজিব খান (৩০), মৃত মানিকের ছেলে উজ্জল (৩২), আবদুল বাতেনের ছেলে রায়হান (৩২), মোঃ হোসেনের ছেলে জিন্নাহ সর্দার (২৭), হাসেন আলীর ছেলে সেলিম (২৬)  শাহিন (২৪) ও শাকিব (২০), ইব্রাহিমের ছেলে রফিকুল (৩২), মৃত ইদ্রিসের ছেলে রাশু মেম্বর (৪০),  আব্দুল মতিনের ছেলে পেয়ারা ( ৩৮), মৃত হাকিমের ছেলে আমজেদ (৩২), সিদ্দিক খানের ছেলে আমির (৩৩) সহ কয়েক জন।
এ বিষয়ে রাণীনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীন রহমান জানান, প্রতিপক্ষের লোকজন আমাদের বাড়িতে এসে  হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর শুরু করলে আমার পিতা শাহাদত আলী মাষ্টার আত্মরক্ষায় তার লাইসেন্সকৃত বন্দুক দিয়ে ফায়ার করে।
এ ব্যপারে সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন জানান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওয়াহাবের প্রত্যক্ষ মদদে রাণীনগর যুবলীগের সভাপতি শাহিন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। রবিবার আব্দুল ওয়াহাবের নির্দেশেই জোরপূর্বক জলাশয়ের দখল নিতে গিয়ে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে। আমি এ বিষয়ে দলের উর্ধ্বতন নেতৃবৃন্দকে জানিয়েছি। জড়িতদের আইনের আওতায় এনে বিচারেরও দাবী জানাচ্ছি।
তবে, অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওয়াহাব বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। বিএনপি জামাতের লোকজন দীর্ঘদিন ধরে জলাশয়টি অবৈধ দখলে রেখেছিল। আওয়ামীলীগের লোকজন সেখানে মাছ ধরতে গেলে প্রতিপক্ষরা তাদের মারপিট করলে সংঘর্ষ হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দলে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। আমি এ ব্যপারে দলের নেতৃবৃন্দের কাছে অভিযোগ করব। এদিকে এ ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক কঠোর শাস্তির দাবিতে সুজানগরে স্থানীয় আ’লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা  সন্ধ্যায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।