এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলার নব নির্বাচিত ১০ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৪ ডিসেম্বর) বিকাল ৪টায় পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। শপথ নেয়ার আগে নব নির্বাচিত জনপ্রতিনিধিদের শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। শপথ অনুষ্ঠানে স্থানীয় সরকার পাবনার উপ পরিচালক মো.মোখলেছুর রহমান,সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলী প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ১১ নভেম্বর বৃহস্পতিবার সুজানগর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভাঁয়না ইউনিয়নে আ.লীগ মনোনীত প্রার্থী আমিন উদ্দিন, সাতবাড়ীয়া ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবুল হোসেন, মানিকহাট ইউনিয়নে আ.লীগ মনোনীত প্রার্থী শফিউল ইসলাম, নাজিরগঞ্জ ইউনিয়নে আ.লীগ মনোনীত প্রার্থী মশিউর রহমান খান, সাগরকান্দি ইউনিয়নে আ.লীগ মনোনীত প্রার্থী শাহীন চৌধুরী, হাটখালী ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফিরোজ আহমেদ, রাণীনগর ইউনিয়নে আ.লীগ মনোনীত প্রার্থী জি এম তৌফিকুল আলম পিযুষ, আহম্মদপুর ইউনিয়নে আ.লীগ মনোনীত প্রার্থী কামাল হোসেন মিয়া, দুলাই ইউনিয়নে আ.লীগ মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম শাহজাহান ও তাঁতীবন্দ ইউনিয়নে আ.লীগ মনোনীত প্রার্থী হিসেবে আব্দুল মতিন মৃধা বিজয়ী হন।