এম এ আলিম রিপনঃ সুজানগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী। বুধবার(২ সেপ্টেম্বর) অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ উপজেলার দুলাই ইউনিয়নের বামুন্দি এলাকা পরিদর্শন করেন তারা। মঙ্গলবার(০১ সেপ্টেম্বর) বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে উক্ত এলাকার একাধিক দোকান পুড়ে যায়। খবর পেয়ে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। দুলাই জানাযায়, স্থানীয় রেজা মোল্লার পেট্রোল,ডিজেল ও মুদিখানা দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে আরো ২টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে সুজানগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ দোকান মালিকেরা জানায় অগ্নিকান্ডে ২ ড্রাম পেট্রোল,২২ ড্রাম ডিজেল, ২০টির অধিক গ্যাস সিলিন্ডার সহ ঘরে রাখা পেঁয়াজ ও ৩টি দোকানের কয়েক লাখ টাকার মালামাল পুড়ে যায়।