সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ “আপনার অধিকার আপনার আপনার দায়িত্বঃ দুর্নীতিকে না বলুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পাবনার সুজানগর উপজেলায় মানববন্ধন ও আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এদিন সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহনে উপজেলা পরিষদ চত্বরে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলীর সভাপতিত্বে এবং সুজানগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম এ আলিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম রেজা, সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল। স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠানে সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শাহজাহান আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি জালাল উদ্দিন খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বোনকোলা কলেজের সহকারী অধ্যাপক জাফরুল ইসলাম, ইশানুর রহমান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তরা বলেন, দুর্নীতি কমিয়ে আনতে সবাইকে স্ব-স্ব স্থানে থেকে সচেতন হয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। নিজের বিবেককে জাগ্রত করে পরিবার থেকে শুদ্ধাচার কৌশলের চর্চা করতে হবে।