১৭ই জুন, ২০২৫ 🔻 ৩রা আষাঢ়, ১৪৩২🔻 ২০শে জিলহজ, ১৪৪৬

সুজানগরে আ.লীগ প্রার্থী ও প্রিজাইডিং অফিসার সহ ৫ জনের বিরুদ্ধে মামলা

শেয়ার করুন:

এম এ আলিম রিপন,সুজানগরঃ ভোট গণনায় কারচুপির অভিযোগ এনে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের ৪টি ভোট কেন্দ্রের ভোট পুনর্গণনা চেয়ে নির্বাচন ট্রাইব্যুনালে পাবনা সিনিয়র সহকারী জজ এর আদালতে মামলা দায়ের করেছেন  দুলাই ইউপি নির্বাচনে পরাজিত স্বতন্ত্র  চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান। মামলায় বিবাদী করা হয়েছে আওয়ামীলীগ মনোননীত নৌকার প্রার্থী হয়ে জয়লাভ করা চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহানকে। মোকাবেলা বিবাদী  করা হয়েছে দুলাই উচ্চ বিদ্যালয় পুরুষ ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নূর কাজমীর জামান খান, দুলাই উচ্চ বিদ্যালয় মহিলা ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, শান্তিপুর  ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা সহকারী শিক্ষা অফিসার  শওকত আলী ও শিবরামপুর ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুজানগর সোনালী ব্যাংকের অফিসার সামছুল আলমকে। মামলার আরজিতে বাদী সাইদুর রহমান উল্লেখ করেন গত ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ভোট গণনায় কারচুপির মাধ্যমে তাকে পরাজিত দেখানো হয়েছে। তাই তিনি ইউনিয়নের ৪টি ভোট কেন্দ্রের ভোট পুনর্গণনা চেয়ে ১৫ ডিসেম্বর বুধবার আদালতে মামলা দায়ের করেছেন বলে শনিবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য দুলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম শাহজাহানের নিকট ১৩৪৮ ভোটে পরাজিত হন আওয়ামীলীগের বিদ্রোহী হিসেবে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতাকারী স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান।  ইউনিয়নের ১০টি ভোটকেন্দ্রে আনারস প্রতীক নিয়ে সাইদুর রহমান পান ৬৫০৩ ভোট এবং নৌকা প্রতিক নিয়ে সিরাজুল ইসলাম শাহজাহান পান ৭৮৫১ ভোট।