সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ সুজানগরে ইয়াবা সহ একাধিক মামলার আসামি দোয়েল হোসেন অভি (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত দোয়েল হোসেন অভি সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার সাইদুল বিশ্বাসের ছেলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। আটককৃত দোয়েল হোসেন অভির বিরুদ্ধে থানায় হত্যা চেষ্টা, মারামারি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগেরও ৭টি মামলা রয়েছে। এ ঘটনায় আরও একটি মামলা দায়ের করে মঙ্গলবার তাকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Post Views: 37