এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহনে দুইদিন ব্যাপি ই-নথি ও ওয়েব পোর্টাল বিষয়ক প্রশিক্ষণ বুধবার সমাপ্ত হয়েছে। এর আগে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলীর সভাপতিত্বে ও জাইকা’র উপজেলা সমন্বয়কারী ইমরান আলীর সঞ্চালনায় প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং স্থানীয় সরকার বিভাগ,উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এবং জাইকা’র সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে দুইদিন ব্যাপি দুই ব্যাচে অনুষ্টিত ওই প্রশিক্ষণে ৮০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
Post Views: 14