১৬ই জুন, ২০২৫ 🔻 ২রা আষাঢ়, ১৪৩২🔻 ১৯শে জিলহজ, ১৪৪৬

সুজানগরে ওসির সাথে ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা

শেয়ার করুন:

এম এ আলিম রিপনঃ  সুজানগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান এর সাথে  ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান এলাকার শান্তি রক্ষায় সকল  ইউপি চেয়ারম্যানদের সহযোগিতা কামনা করে বলেন, সুজানগরের মানুষ শান্তি প্রিয় । এই এলাকার প্রতিটি  পাড়া মহল্লায় শান্তি ও শৃঙ্খলা  রক্ষার্থে পুলিশ  বাহিনী  কাজ করে  যাবে।  প্রতিটি  ইউপি চেয়ারম্যানকে তার নিজ এলাকার আইন শৃঙ্খলা  রক্ষার্থে পুলিশ বাহিনীকে  সহযোগিতা করার আহŸান জানান এবং মাদক  ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স  ঘোষণা করেন।  তিনি আরো বলেন, সুজানগর থানা পুলিশ  প্রতিটি এলাকার  মাদক নির্মূলে কাজ করবে।  কারণ  মাদক সমাজের যুবকদের ধ্বংসের দিকে ঠেলে দেয়। প্রতিটি এলাকার  সকল প্রকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, ইভটিজিং এবং বাল্যবিবাহ এর বিরুদ্ধে সর্বদা  থানা পুলিশ কাজ করে যাবে  বলে আশাবাদ ব্যক্ত করেন। থানা কার্যালয়ে  সুজানগর থানার নবাগত ওসি (তদন্ত)  রাজেশ কুমার  চক্রবর্তী এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান  আবুল হোসেন, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম শফি, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, রাণীনগর ইউপি চেয়ারম্যান জি এম তৌফিকুল আলম পিযুষ, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা ,নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান ও হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ  প্রমুখ উপস্থিত ছিলেন।