এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া বারোয়ারী কালী মন্দিরের তিনটি প্রতিমা ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বাবুল চন্দ্র জানায়, শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে মন্দিরে পূজা দিতে এসে কালী, নাগিনী, যোগিনী ও শিব সহ তিনটি প্রতিমার মাথা ভাঙা অবস্থায় দেখতে পাই। জানতে চাইলে মিস্ত্রিপাড়া বারোয়ারী কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি দিলীপ চন্দ্র সুত্রধর বলেন,প্রায় দুইশত বছর বংশপরম্পরায় আমরা এই মন্দিরে পূজা-অর্চনা করে আসছি। এলাকার লোকজনও আমাদের পূজা-অর্চনা করতে সহযোগিতা দেন। কারও সঙ্গে আমাদের কোন শত্রুতা নেই। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো বলেন, শুক্রবার ভোর রাতের দিকে মাদকাসক্তরা মন্দিরের এ প্রতিমা ভাঙচুর করে থাকতে পারে। ইউএনও রওশন আলী ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনার জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন করে মন্দিরের তিনটি প্রতিমা করে দেওয়া হবে বলে জানান। পাবনা সিনিয়র সহকারি পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, এ ঘটনায় মন্দির পরিচালনা কমিটির সভাপতি দিলীপ চন্দ্র সুত্রধর অজ্ঞতানামাদের আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।##
Post Views: 15