১৪ই জুলাই, ২০২৫ 🔻 ৩০শে আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই মহর্‌রম, ১৪৪৭

সুজানগরে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

শেয়ার করুন:

এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ রওশন আলীর সভাপতিত্বে এবং  উপজেলা ক্রীড়া সংস্থার  সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ এর সঞ্চালনায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যানের পতœী সানজিদা ইয়াসমিন টুম্পা, উপজেলা নির্বাহী কর্মকর্তার পতœী  আজমেরী সুলতানা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন। এ সময় সুজানগর থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা, উপজেলা প্রকৌশলী আবুল হাশেম,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস লাবনী সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল হাই, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য  দাবা,ক্যারাম,ব্যাডমিন্টন,লুডু সহ বিভিন্ন ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।