১৫ই জুন, ২০২৫ 🔻 ১লা আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই জিলহজ, ১৪৪৬

সুজানগরে গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শেয়ার করুন:

এম এ আলিম রিপন,সুজানগরঃ সুজানগরে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) বালিকা জাতীয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় উপজেলার মানিকহাট ইউনিয়ন পরিষদ একাদশকে ১-০ গোলে পরাজিত করে সুজানগর পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।  পরে উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুজানগর পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন  ও থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ এর সঞ্চালনায় অনুষ্ঠানে মানিকহাট ইউপি চেয়ারম্যান এএস এম আমিনুল ইসলাম, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, পৌর সচিব গোলাম নবী, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক রাজা হাসানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে খেলায় চ্যাম্পিয়ন  ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।  উল্লেখ্য সুজানগর পৌরসভা সহ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ এ  প্রতিযোগিতায় অংশগ্রহন করে।