সংবাদদাতাঃ
পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে শো-ডাউন শুরু করেছেন তাজমিনুর রহমান শিপন। শুকবার বাদ জুমায় ইউনিয়নের চরবোয়ালিয়া গ্রামের নিজ বাড়ি থেকে এ শো-ডাউন শুরু করেন। এসময় ইউনিয়নের বিভিন্ন গ্রাম, ওয়ার্ড এর আওয়ামীলীগ দলীয় নেতাকর্মী এবং স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলো। আহম্মদপুর ইউনিয়নের চরবোয়ালিয়া থেকে শুরু করে বিরাহিমপুর, আহম্মদপুর, কয়া, ভুরকুলিয়া, সৈয়দপুর, দূর্গাপুর, আলাদীপুর ও চরগোবিন্দপুরসহ বিভিন্ন গ্রামে শো-ডাউন প্রদর্শন করেন। এসময় বিভিন্ন এলাকায় দাঁড়িয়ে ভোটারদেও সাথে সৌজন্য স্বাক্ষাত করেন। শো-ডাউনে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ গ্রহণ করে। তাজমিনুর রহমান চরবোয়ালিয়া গ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে। ছাত্রজীবনে দীর্ঘ দিন আহম্মদপুর ইউনিয়ন ছ্ত্রালীগের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি ইউনিয়ন পরীক্ষিত সৈনিক হিসেবে কাজ করে চলছে। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা চালান। শিপন আহম্মদপুর ইউনিয়নবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন।