১৪ই জুলাই, ২০২৫ 🔻 ৩০শে আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই মহর্‌রম, ১৪৪৭

সুজানগরে জেলের জালে ধরা পড়ল ৩৫ কেজির বাঘাইড়

শেয়ার করুন:

এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদীতে  বিশাল আকৃতির এক জেলের জালে  ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের বাঘাইড় মাছ। সোমবার(১৪ ডিসম্বের) ভোরে পদ্মায় জেলে  হোসেন আলীর  জালে এই মাছটি ধরা পড়ে।  এদিন সকালেই সুজানগর পৌর বাজারে মাছটি বিক্রির জন্য আনা হয়। মাছটি বিক্রি হয়েছে  ৯৫০ টাকা কেজিতে। তেত্রিশ হাজার দুইশত টাকায় মাছটি কিনে নেন স্থানীয় এক ইটভাটার মালিক ইকরাম হোসেন। এ সময় উৎসুক জনতা মাছটি দেখতে বাজারে ভিড় করেন। জেলে হোসেন আলী জানান, সোমবার ভোরে পদ্মায় মাছ শিকারে গেলে বাঘাইড়টি  ধরা পড়ে। সকালে পৌর বাজারের আড়তে মাছটি বিক্রির জন্য তোলা হয়। সেখানে মাছ ব্যবসায়ী ইসলাম হোসেনের কাছে ৯০০ টাকা দরে বিক্রি করা হয়। ব্যবসায়ী ইসলাম হোসেন তাৎক্ষণিক ওই বাজারেই মাছটি ইটভাটা মালিক ইকরামের কাছে তেত্রিশ হাজার দুইশত টাকায় বিক্রি করেন।##